চাঁপাইনবাবগঞ্জে উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 05:42 PM
Updated : 12 April 2020, 05:42 PM

রোববার রাতে সে মারা যায় বলে জানিয়েছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

মৃত্যুর পর ওই কিশোরের বাবা-মাকে হোম কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন জানান, ওই কিশোর রাজশাহীর এক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তিনদিন আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে সে। এরপর থেকেই জ্বর, সর্দি ও ডায়রিয়ায় ভুগছিল।

“রোববার রাত পৌনে ৮টার দিকে সে মারা যায়।”

করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কিনা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি জানান, কিশোরের মৃত্যর পর শিবগঞ্জ উপজেলা প্রশাসন বাঘারপাড়া গ্রাম লকডাউন করেছে। তার বাবা-মাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।