চাঁপাইনবাবগঞ্জে সরকারি ২২৬ বস্তা চালসহ দুইজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে সরকারি ২২৬ বস্তা চালসহ দুইজন গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 04:30 PM
Updated : 13 April 2020, 04:16 AM

রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফয়েজ উদ্দিনের ছেলে মেশবাহুল হোসেন ও চাঁপাইনবাবঞ্জ পৌর এলাকার গণকা মহল্লার নজরুল ইসলামের ছেলে রবিউল। চালের অপর মালিক আমনুরার বাবু পলাতক রয়েছেন।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাহিদ জানান, রোববার দুপুর ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা গ্রামে জনৈক মন্টুর বাড়িতে অভিযান চালানো হয়।

“এ সময় ৫০ কেজি ওজনের ২২৬ বস্তা সরকারি চাল বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভর্তি করা হচ্ছিল।

“ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ২২৬ বস্তা চাল এবং বস্তা সেলাই করার মেশিন জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করে।”

তিনি জানান, সদর উপজেলার আমনূরা এলাকার বাবু ও তার দুই সহযোগী মেসবাহুল ও রবিউল ওই এলাকায় জনৈক মন্টুর বাড়ি ভাড়া নিয়ে  ত্রাণের সরকারি  চাল মজুদ করত এবং অন্য বস্তায় তা ভর্তি করে বাজারে বিক্রি করত।