করোনাভাইরাস শনাক্তে প্রস্তুত হচ্ছে শাবি

করোনাভাইরাস শনাক্তকরণে ল্যাব, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও কিট সংগ্রহের মাধ্যমে প্রস্তুত হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 12:46 PM
Updated : 12 April 2020, 12:46 PM

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এক নোটিশে এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "করোনা শনাক্তকরণে সহযোগিতার মধ্য দিয়ে এ মহামারী প্রতিরোধে কাজ করতে চাই। আমাদের দক্ষ জনবল রয়েছে। এক্ষেত্রে আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট প্রয়োজন।"

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষকরা এ ভাইরাস শনাক্তের জন্য প্রস্তুত বলে জানান উপাচার্য।

এ বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান বলেন, "প্রয়োজন মতো সরকারের নির্দেশ অনুযায়ী যাতে পরীক্ষা শুরু করতে পারি, সেই লক্ষ্যে কাজ করছি।"

উপাচার্য বলেন, "আমি ইউজিসিসহ সরকারের শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি। আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ শিক্ষকদের সুরক্ষার জন্য যাবতীয় পিপিই ক্রয় করা শুরু করেছি।"

"ল্যাবে কোনো রোগী আসবে না। রোগীর নমুনা এনে পরীক্ষা করে তিনি করোনা আক্রান্ত কি না তা নিশ্চিত করা হবে।"