করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক কোয়ারেন্টিনে

এক চিকিৎসকে শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ চিকিৎসকের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 12:05 PM
Updated : 12 April 2020, 12:05 PM

জেলার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, এই চিকিৎসক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তাদের বাসভবনেই কোয়ারেন্টিনে থাকবেন।

“তাদের শূন্যতা পূরণের জন্য নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।”

করিমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে ইতিমধ্যেই একজনের মৃত্যু ছাড়াও তিনজন আক্রান্ত হয়েছে। তাদের কাউকে চিকিৎসার কারণে উপসর্গ দেখা দিতে পারে বলে জানান তিনি।

তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।