রাঙামাটিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের ‘জরুরি অবতরণ’

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর রসদবাহী একটি হেলিকপ্টার ‘জরুরি অবতরণ’ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জ্যেষ্ঠ প্রতিবেদকরাঙামাটি প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 10:31 AM
Updated : 12 April 2020, 10:36 AM

পরিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে কাপ্তাই থেকে রাজস্থালী ক্যাম্পের বলিপাড়ায় যাওয়ার পথে হেলিপ্যাডের দুইশ গজ দূরে বেল-২১২ হেলিকপ্টারটি ‘জরুরি অবতরণ’ করে।

“পাইলটের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।”

হেলিকপ্টারের দুই পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু নিরাপদে আছেন বলে জানানো হয় বিবৃতিতে।

কেন হেলিকপ্টারটি সেখানে ‘জরুরি অবতরণ’ করল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি আইএসপিআর।

তবে রাজস্থলী থানার ওসি মফজল আহমদ বলছেন, বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় ওই হেলিকপ্টারের পাখায় আগুন ধরে যায়।

“এ সময় পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করাতে সক্ষম হন। পরে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়।”

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, “অবতরণকালে যান্ত্রিক কোনো ক্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। পাইলট দুজনই অক্ষত আছেন।”