রাজশাহীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

জ্বর-শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 08:26 AM
Updated : 12 April 2020, 08:26 AM

শনিবার রাত দেড়টার দিকে ৩৫ বছর বয়সী এই ব্যক্তি মারা যান। তার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পলাশ বাড়ি গ্রামে।

মেডিকেলের করোনাভাইরাস চিকিৎসক দলের প্রধান আজিজুল হক আজাদ বলেন, শনিবার দুপুরে ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জ্বর- শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে এই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখান থেকে তাকে সরাসরি রাজশাহী পাঠিয়ে দেন চিকিৎসক।

রোববার হাসপাতালের নিয়মিত ব্রিফিংয়ে চিকিৎসক আজাদ বলেন, এই রোগীর জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তিনি অজ্ঞান ছিলেন বলে তার কাছ থেকে কোনো তথ্য জানা যায়নি।

“তবে তিনি নিয়মিত মদ পান করতেন। নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে তার সৎকার করতে বলা হয়েছে।”