নবাবগঞ্জে ‘কার্ড দিয়ে টাকা নিয়ে’ ইউপি সদস্য আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১০ টাকায় বিক্রির জন্য চালের কার্ড দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 08:08 AM
Updated : 12 April 2020, 08:08 AM

আটক মো. সেকান্দার (৬০) উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। উত্তর বাহ্রা গ্রামের বাসিন্দা তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম সালাউদ্দিন মনজু জানান, সেকান্দার মিয়া চালের কার্ড তৈরিতে খরচের কথা বলে অসহায় মানুষদের কাছ থেকে ৫০০ টাকা করে নেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিবন্ধী ও বিধবাসহ অন্যান্য কার্ডের জন্য তিনি দেড় থেকে ২ হাজার টাকা করে নেন বলেও অভিযোগ আছে।

“প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

অভিযোগ পেয়ে শনিবার রাতে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে তাকে প্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল।