ঢাকা থেকে লক্ষ্মীপুরে আসা একজন আক্রান্ত, ইউনিয়ন অবরুদ্ধ ঘোষণা

ঢাকা থেকে লক্ষ্মীপুরে আসা এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় একটি ইউনিয়ন অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2020, 06:33 AM
Updated : 12 April 2020, 10:44 AM

৩২ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে। সপ্তাহ খানেক আগে তিনি ঢাকা থেকে লক্ষ্মীপুর আসেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন আব্দুল গাফফার।

সিভিল সার্জন বলেন, বাড়ি আসার পর জ্বর ও গা ব্যথা হলে বুধবার তিনি রামগঞ্জ উপজেলা  স্বাস্থ্যা কমপ্লেক্সে যান। সেখান থেকে নমুনা নিয়ে চট্টগ্রামে বিআইটিআইডিতে পরীক্ষা হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

শনিবার রাতে পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আক্রান্ত এই ব্যক্তি যেসব এলাকায় ঘোরাঘুরি করেছেন, যাদের সংস্পর্শে এসেছেন তাদের সবার পরীক্ষা হবে বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) মুনতাহার জাহান বলেন, আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে আসার পর লামচর ইউনিয়নে শ্বশরবাড়িসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। তাই আক্রান্ত হওয়ার প্রতিবেদন পাওয়ার পর লামচর ইউনিয়ন অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।