নারায়ণগঞ্জে কোভিড-১৯ এ আট মৃত্যু

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে এ পর্যন্ত এক নারীসহ আটজনের মৃত্যু হয়েছে; আক্রান্ত হয়েছেন ৭৫ জন আর সুস্থ হয়েছেন তিনজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 04:33 PM
Updated : 10 April 2020, 04:55 PM

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জবাসী অবরুদ্ধ হওয়ার তৃতীয় দিন পার করল শুক্রবার।
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনের মতো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডসহ নারায়ণগঞ্জ জেলা প্রবেশ পথগুলোতে চেকপোস্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্ব পালন করছে।  চেকপোস্টে বিভিন্ন যানবাহন পার হতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় ও জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন যেতে দেওয়া হচ্ছে না।

এদিকে, শুক্রবার শহরে লোক সমাগম কম থাকলেও এলাকাগুলোয় লোকজনকে বাইরে দেখা গেছে।
 
জেলা  পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।  তবে অনেকে কৌশলে ‘লকডাউন’ এলাকার বাইরে গেছেন। আমরা সড়ক পথ ও নৌপথ ‘লকডাউনে’ রাখতে আরও কঠোর হচ্ছি।”
 
তবে জেলায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং এখান থেকে কাউকে বাইরে যেতেও দেওয়া হবে না বলে এসপি জায়েদুল জানান।
 
জেলা সিভিল সার্জন মোহাম্মদদ ইমতিয়াজ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত হয়েছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন তিনজন।
 
“করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদেরকে যেকোনো মূল্যে ঘরে থাকতে হবে। লকডাউন পুরোপুরি কার্যকর করতে হবে।”