পাবনায় জ্বর-কাশিতে নারী ভিক্ষুকের মুত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় জ্বর ও কাশিতে এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 01:57 PM
Updated : 9 April 2020, 01:57 PM

বৃহস্পতিবার দুপুরে ৪৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় বলে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত জানান।    

এই নারীর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে।

ফাতেমা তুজ জান্নাত বলেন, মৃত নারী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার জ্বর ও কাশি আরও বেড়ে যায়। তাই করোনা সন্দেহে বুধবার তার রক্ত সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিফ মাষ্টার বলেন, “মৃত নারী একজন ভিক্ষুক এবং অ্যাজমা রোগী। দীর্ঘদিন ধরে ঠাণ্ডা কাশিতে ভুগছিলেন। ভিক্ষার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।”

করোনার উপসর্গে তার মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান জরিফ।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সতর্কতার জন্য ওই বাড়িটি লকডাউন করা হয়েছে এবং করোনায় মৃত ব্যক্তির পদ্ধতিতেই তার লাশ দাফন করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।