সিরাজগঞ্জে ৬টি ইউনিয়ন অবরুদ্ধ

পাশের জেলায় নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন অবরুদ্ধ ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 12:56 PM
Updated : 9 April 2020, 12:56 PM

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, বৃহস্পতিবার থেকে যমুনা নদীর পশ্চিমপাড়ের ছয়টি ইউনিয়ন চরগিরিশ, মনসুরনগর, তেকানি, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া ও সোনামুখি লকডাউন ঘোষণা করা হয়েছে। 

ইউএনও বলেন, “জামালপুর ও বগুড়ার ধনুট উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ কারণে সিরাজগঞ্জের কাজিপুর ও জামালপুরের সীমান্তবর্তী ওই ছয়টি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিয়নে প্রবেশ ও বেরোনো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।”

এছাড়াও জেলার বেশকিছু এলাকায় প্রবেশ পথে বেড়া দিয়ে আটকে দিয়েছে  স্থানীয় লোকজন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসেবে জামালপুরে দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে শনাক্ত হওয়া আক্রান্ত রোগীর সংখ্যা ২১৮।