টাঙ্গাইলে জ্বর-শ্বাসকষ্টে শিক্ষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বর ও শ্বাসকষ্টে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 10:08 AM
Updated : 9 April 2020, 10:32 AM

বুধবার রাতে কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত জানান।

মৃত ৫৩ বছর বয়সী এই ব্যক্তি বড় হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

চেয়ারম্যান তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকালে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইসিডিআরে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ওই শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরীক্ষার জন্য নমুনা ঢাকার আইইসিডিআরে পাঠানো হয়েছে। এছাড়াও ওই বাড়ির সব লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

আবদুস সোবহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই শিক্ষকের আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। মৃত্যুর আগে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। খবর পেয়ে বুধবার রাতেই ওই ইউনিয়নের চেয়ারম্যান ও থানা পুলিশ সদস্যরা ওই বাড়িতে যান।