জ্বর-শ্বাসকষ্টে কৃষকের মৃত্যু রাজশাহী মেডিকেলে

জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2020, 08:58 AM
Updated : 9 April 2020, 08:58 AM
বুধবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান।

আনুমানিক ৫৮ বছর বয়সী এই ব্যক্তির বাড়ি নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সুনাপুর  গ্রামে।

সাইফুল ফেরদৌস বলেন, জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ১০টার দিকে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

“জোরালো না হলেও যেহেতু করোনাভাইরাসের কিছু উপসর্গ তার মধ্যে ছিল, সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।”

তবে সম্প্রতি সময়ে তার অন্য জেলায় যাওয়া বা বিদেশ ফেরত কারও সংস্পর্সে যাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায়নি বলে সাইফুল জানান।

পরানপুর ইউনিয়নের চেয়ারম্যঅন ইলিয়াস খান বলেন, গত তিনদিন ধরে এই ব্যক্তি অসুস্থ ছিলেন। জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছাড়াও তার পাতলা পায়খানাও ছিল। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।