এবার জামালপুর জেলায় লকডাউন ঘোষণা

জামালপুর জেলা ‘লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 05:18 PM
Updated : 8 April 2020, 05:18 PM

বুধবার রাত ৮টায় তিনি এ ঘোষণা দেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এনামুল হক বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।”

তার নির্দেশনা অনুযায়ী-জামালপুর জেলায় ‘জনসাধারণের ঢোকা ও বোরোনো নিয়ন্ত্রণ’ করা হবে।

জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক, জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া জেলা ও উপজেলার ‘অন্য সব সড়ক ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে।

এ সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিন ও রাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

তবে ‘জরুরি সেবা, খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা কার্যক্রম’ এর আওতার বাইরে থাকবে।

আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

গত রোববার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়। বুধবার মাদারগঞ্জ উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্টের করোনাভাইরাস শনাক্ত হয়।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, জামালপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে ৮৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“এর মধ্যে ৬১ জনের রিপোর্ট পাওয়া গেছে। জেলায় দুই জনের করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।”