মাদারীপুরে ‘শনাক্ত একজনের মৃত্যু, তবে উপসর্গসহ মরেনি কেউ’

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকির শঙ্কায় দেশে মাদারীপুরে সবার আগে ব্যাপক তোড়জোর শুরু হলেও এ জেলায় শুধু উপসর্গ নিয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 05:12 PM
Updated : 8 April 2020, 05:12 PM

বুধবার মাদারীপুর সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম জানান, তবে এ জেলায় করোনাভাইরাস আক্রান্ত ১১ জনকে শনাক্ত করা হয়েছে; তাদের একজন মারা গেছেন।

“আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফের তিনজনের নতুন করোনার উপসর্গ দেখা দিলে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।”

তিনি জানান, মাদারীপুরে নতুন করে করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে ৩৫ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার বিকালে এই ৩৫ জন্য নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন আরো বলেন, “ঢাকা থেকে আইডিসিইআর একটি দল মাদারীপুরের শিবচরে প্রথমবার ভালো হয়ে যাওয়ার পরে যে তিনজন নতুন করে উপসর্গ দেখা দিয়েছে তাদের সংস্পর্শে আসা এবং অন্য আরো কয়েকজনসহ মোট ৩৫ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

কালকিনিতে এক ব্যক্তিকে প্রথমে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার ধারণা করা হলেও পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ডা.শফিকুল ইসলাম।