সিলেটে আক্রান্ত চিকিৎসককে ঢাকায় প্রেরণ

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 04:33 PM
Updated : 8 April 2020, 04:33 PM

বুধবার বিকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয় বলে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান।

সুশান্ত বলেন, দুপুরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাতে বাসা থেকে ওই চিকিৎসককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।

“তাকে প্রথমে হাসপাতালের আইসিইউতে নেওয়া হলেও পরে সাড়ে ১১টার দিকে কেবিনে নিয়ে আসা হয়। অক্সিজেন সাপোর্ট দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়।”

তিনি আরও জানান, সিলেটে করোনাভাইরাস রোগীর জন্য আলাদা ভ্যান্টিলেশন ব্যবস্থা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আক্রান্ত চিকিৎসকের এক স্বজন বলেন, এতদিন বাসায় রেখে আক্রান্তকে তারা চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। অবস্থার অবনতি হওয়ায় তার আইসিইউর প্রয়োজন দেখা দেয়; কিন্তু বিভিন্ন কারণে সেটি সিলেটে সম্ভব হচ্ছে না।

গত রোববার  সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে শনাক্ত করা হয়।  

তিনি জানান, সেদিন রাতে আইইডিসিআরের বরাত দিয়ে ওই রোগীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ার তথ্য জানান সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

এরপর থেকে নিজ বাসায় আইসোলেটেড ছিলেন তিনি।