জ্বরে মৃত্যুর পর ‘পরিবারের অনুরোধে’ করোনাভাইরাসে মৃতদের নিয়মে দাফন

নারায়ণগঞ্জের জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি মারা যাওয়ার পর পরিবারের অনুরোধে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের নিয়মে তার দাফন করা হয়েছে নমুনা পরীক্ষা না করেই।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 10:21 AM
Updated : 8 April 2020, 10:25 AM

৭০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায়। বুধবার সকালে তিনি বাড়িতে মারা যান।

১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “ওই ব্যক্তির পরিবারের লোকজন জানায় যে- করোনাভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে গত পাঁচদিন ধরে ওই লোক অসুস্থ ছিলেন। তাই সকালে তিনি মারা যাওবার পর পরিবারের কেউ আতঙ্কে লাশের কাছে যাচ্ছিল না।”

খোরশেদ বলেন, ওই ব্যক্তির বাড়ির লোকজন তাকে ঘটনাটি জানিয়ে দাফনের জন্য অনুরোধ করে। পরে সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগীতায় করোভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের দাফনের নিয়ম মেনে মাসদাইরে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা হয়।