সাভারে কভার্ডভ্যান চাপায় নারী পোশাক কর্মী নিহত

ঢাকার সাভারে অটোরিকশা থেকে পড়ে যাওয়ার পর কভার্ডভ্যান চাপায় এক নারী পোশাক কর্মী নিহত হয়েছে। এত আহত হয়েছেন অটোরিকশা চালক।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2020, 09:45 AM
Updated : 8 April 2020, 09:45 AM

বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গেণ্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগমের (৩২) বাড়ি নওগাঁ জেলায়। সে সাভার পৌর এলাকার রেডিও কলোনি এলাকায় থেকে আল-মুসলিম গ্রুপের ‘একেএম নিট ওয়্যার লিমিটেড’ কারখানার সুইং অপারেটের কাজ করতেন।

এ ঘটনায় আহত অটোরিকশা চালককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রেডিও কলোনি এলাকায় যাচ্ছিল। এ সময় কয়েকজন সেচ্ছাসেবী কর্মী আটোরিকশাটিকে ধাওয়া করলে চালক পালানোর জন্য ঘটনাস্থলের ইউটার্ন পয়েন্ট দিয়ে দ্রুত গতিতে ঘোরানোর সময় মরিয়ম অটোরিকশা থেকে পড়ে যান।

এ সময় সাভারগামী একটি দ্রুতগতির একটি কভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে মরিয়মকে চাপা দিলে ঘটনাস্থলেই তর মৃত্যু হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে এবং অটোরকশা চালককে হাসপাতালে পাঠায়।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।