চা বাগানে ছুটি না দিলে ১০ এপ্রিল মানববন্ধনের ডাক

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় চা শ্রমিকদের ছুটি না দিলে ১০ এপ্রিল সব চা বাগানে মানবন্ধন করার ডাক দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 05:54 PM
Updated : 7 April 2020, 06:14 PM

মঙ্গলবার সন্ধায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এক সভার পর এই সিদ্ধান্ত জানান ইউনিয়ন নেতারা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকন লাল কর্মকারের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন সংগঠনের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।

তিনি বলেন, “করোনা ঝুঁকি থেকে রক্ষায় অনতিবিলম্বে মজুরিসহ চা শ্রমিকদের ছুটি ঘোষণা করতে হবে। তা না হলে আগামী ১০ এপ্রিল এ ছুটির দাবিতে প্রত্যেক চা বাগানে কাজে যাওয়ার আগে ১০ জন শ্রমিক নিরাপদ দুরত্ব বজায় রেখে মানবন্ধন করবে।”

প্রধানমন্ত্রী কাছেও তারা আবেদন পাঠাবে বলে জানান চা শ্রমিক ইউনিয়ন নেতারা।

নেতারা ছাড়া এ সভায় অংশ নেন চা বাগা গুলো থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা।

জন প্রতিনিধিদের পক্ষে রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিজয় বুনাজী বলেন, চা বাগানে নির্ধারিত শ্রমিকের সাথে সাথে ওই পরিবারে আরো বেশ কিছু শ্রমিক রয়েছে যাদের বাগানে কাজ নেই তারা, ইট ভাঙাসহ বিভিন্ন ধরণের দিনমজুরের কাজ করেন।

“এখন সব কিছু বন্ধ থাকায় তারা বেকার হয়ে ঘরবন্দি। তাদের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।”

চা শ্রমিক ইউনিয়ন নেতারা অনেক বাগানে শ্রমিকদের নিরাপদ দূরত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না, হাত ধোয়ার সাবান ও মাস্ক দেয়নি বলে অভিযোগ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, সাঁতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন শীল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভেলীর সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি ও চা শ্রমিক নেতা সীতা রাম বিন।