চিকিৎসক আক্রান্ত, নীলফামারীর স্বাস্থ্য কমপ্লেক্স অবরুদ্ধ

এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি অবরুদ্ধ করে ফেলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 03:20 PM
Updated : 7 April 2020, 05:52 PM

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, “মঙ্গলবার বিকাল ৫টার দিকে ওই স্বাস্থ্যকেন্দ্রটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।”

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসক-কর্মচারীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তের কাজ চলছে বলেন সিভিল সার্জন।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট একজন জানান, গত ২৫ মার্চ ওই চিকিৎসক ঢাকায় যান। সেখান থেকে ফিরে ৩ এপ্রিল কর্মস্থলে যোগ দেন।

জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হলে গত রোববার ৩৯তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত এ চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

গত রোববার ওই চিকিৎসকসহ সাতজনের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছিল। তাদের মধ্যে শুধু এই চিকিৎসকই সংক্রমণের শিকার বলে ফলাফল এসেছে বলে জানান তিনি।