গাজীপুরে মহাসড়কে ছয় চালককে দণ্ড

ছোঁয়াচে রোগ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজিয়ে না রেখে মহাসড়কে যান চালানোর অভিযোগে ছয় চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 01:13 PM
Updated : 7 April 2020, 01:13 PM

মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ওই আদালত পরিচালনা করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসি উজ্জামান চৌধুরী ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসাইনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসি উজ্জামান জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রেখে চালকের সঙ্গে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী বহন করার অভিযোগে মোটরসাইকেল, পিক-আপ, মাইক্রোবাসসহ ছয়টি যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়েছে।

এ সময় গাজীপুর মহানগর পুলিশ ও সেনা সদস্যরা চেক পোস্টে দায়িত্ব পালন করছিলেন।