শরীয়তপুরে উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে যুবক

শরীয়তপুরে ৩৫ বছর বয়সী এক যুবককে করোনাভাইরাসের সব উপর্স্গ থাকায় হাসপাতালে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 12:00 PM
Updated : 7 April 2020, 12:00 PM

মঙ্গলবার বিকালে শরীয়তপুর সদর হাসপাতালে তাকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাও গ্রামের বাসিন্দা।

‘গত দুইদিন ধরে জ্বর, সর্দি, কাশিসহ অন্যান্য উপসর্গ নিয়ে ভুগছিলেন।’

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব হাওলাদার বলেন, রোগীকে দুপুর ১২টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর চিকিৎসা দেওয়া হয়। তার কোনো উন্নতি না দেখে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

“তার করোনাভাইরাসের সব উপসর্গ আছে।”

তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার বুধাবার সকালে ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহম্মদ খান বলেন, “দুপুর পৌনে ২টায় নড়িয়া হাসপাতাল থেকে একজন রোগীকে করোনার উপসর্গ নিয়ে পাঠানো হয়।

“আমরা তাকে আইসোলেশনে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি।”