বরিশাল শের-ই বাংলায় ঝালকাঠির শিশুর মৃত্যু, পরিবার হোম কোয়ারেন্টিনে

ঝালকাঠির নলছিটি উপজেলার এক শিশু জ্বর-সর্দি ও কাশি নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এরপর তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে প্রশাসন।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 09:52 AM
Updated : 7 April 2020, 09:52 AM

ছয় বছর বয়সী ছেলেটি মঙ্গলবার সকালে মারা যায়। তার বাড়ি নলছিটির  বিগপাশা গ্রামে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিল।

“কিন্তু তার জ্বর-সর্দি ও কাশি থাকায় এলাকাবাসীর আতঙ্কের কারণে ছেলেটির বাড়ির ১২ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো. বাকি বলেন, “অন্য কেনো করণে ছেলেটির মৃত্যু হয়েছে, সে করোনাভাইরাসে আক্রান্ত ছিল না।”