ঠাকুরগাঁওয়ে বিকাল ৫টার আগে দোকানপাট বন্ধ হবে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁওয়ে ওষুধের দোকান ব্যতীত অন্য সব  দোকানপাট ও কাঁচাবাজার খোলা রাখার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2020, 06:37 AM
Updated : 7 April 2020, 06:37 AM

জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম সোমবার রাত ৯টার দিকে গণবিজ্ঞপ্তিতে জানান, রোববার থেকে বিকাল ৫টার মধ্যে ওষুধের দোকান ব্যতীত জেলার সব কাঁচাবাজার ও দোকানপাট বন্ধ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা অব্যাহত থাকবে।

“কেউ যদি এই নির্দেশনা অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এবং জেলার সব মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি প্রশাসনের পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতা চেয়েছেন। এছাড়া তিনি করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত অন্য সব দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল।

জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সোমবার নতুন করে এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।