মাদারীপুরে সেরে ওঠা ৩ জন ফের অসুস্থ 

মাদারীপুরে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার ছাড়পত্র পাওয়া তিনজন নতুন করে আক্রান্ত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 09:05 PM
Updated : 6 April 2020, 09:05 PM
সোমবার এ জেলার সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক দিন আগে ছাড়পত্র নিয়ে ফের ফিরে আসা তিনজনসহ আরো একজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

সম্প্রতি এ জেলার শিবচর উপজেলা দেশের সব চেয়ে করোনাভাইরাস ঝুঁকিতে রয়েছে বলে ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, শিবচর উপজেলাসহ জেলার সবটি উপজেলাকে কার্যত ‘লকডাউন’ করা হয়েছে। জেলার সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ রাখতে হবে বলে প্রশাসন জানিয়েছে।

সোমবার দুপুর ২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কেউ ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসন।

মাদারীপুর জেলা প্রশাসক তার ফেইসবুক পেইজে জরুরি নির্দেশনা জানিয়ে একটি পোস্ট করেছেন।

সেখানে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, “মাদারীপুর জেলাটি প্রবাসী অধ্যুষিত একটি জেলা। জেলার শিবচর উপজেলাটি করোনাভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এবং এখানে একাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। তাই পুরো জেলার ৪টি উপজেলাকে আমরা কার্যত লকডাউনের মত কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি।

“তাই সমস্ত দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি সোমবার দুপুর থেকে পুরো জেলাতেই কেউ ঘর থেকে বের হতে পারবেন না। কারো কোনো জরুরি কেনাকাটার প্রয়োজন থাকলে দুপুর ২টার ভেতরেই সেটা করে ঘরে থাকতে হবে।”

করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব সবাইকে মেনে চলার জন্য সব উপজেলাতে পুলিশ, র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও সেনা টহল দেবে বলেও জানিয়েছেন তিনি।