সিরাজগঞ্জে হাঁচি-কাশিতে গার্মেন্টসকর্মীর মৃত্যু, বাড়ি ‘লকড ডাউন’

হাঁচি ও কাশি নিয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 03:06 PM
Updated : 6 April 2020, 03:06 PM

সোমবার হাসপাতালে নেওয়ার সময় মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের ২২ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয় বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়।

তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান বলেন, এই গার্মেন্টসকর্মী গত বুধবার (১ এপ্রিল) ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল। ধীরে ধীরে গলা ব্যথা ও পাতলা পায়খানাও হয়।

“আজ দুপুরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই বাড়িটি সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।”     

সিরাজগঞ্জ সিভিল সার্জন জাহিদুল ইসলাম বলেন, জ্বর-ঠাণ্ডায় আক্রান্ত হলেও প্রথমদিকে তাকে হাসপাতালে নেননি পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় আজ দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। রাস্তায় মারা যান তিনি।

“খবর পেয়ে তার বাড়িতে মেডিকেল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হবে।”