বরিশাল মেডিকেলে জ্বর-শ্বাসকষ্টে মৃত্যু, বাড়ি ‘লকড ডাউন’

জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্টে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 02:39 PM
Updated : 6 April 2020, 02:39 PM

এদিকে, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাড়ীমহল গ্রামের ওই ব্যক্তির বসত বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।

হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান, বিকাল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। জ্বর, গলা ব্যাখা ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

“কোভিড-১৯-এর উপসর্গ থাকায় বিকাল ৫টা ১০ মিনিটে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির ১০ মিনিট পর মৃত্যুবরণ করেন তিনি।”

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে জানান পরিচালক বাকির হোসেন।

এদিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর পরপরই ওই ব্যক্তির বসতবাড়ি লকড ডাউন করা হয়েছে।

এর আগে শুক্রবার ভোররাতে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের উত্তর বিল্লগ্রামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এরপর ওই গ্রামের ৬০টি বাড়ি লকড ডাউন করা হয়।