বগুড়ায় মসজিদের মাইকে মৃত্যুর গুজব, পরে সংশোধন

বগুড়া শহরে একটি মসজিদের মাইকে করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর দিয়ে কিছুক্ষণ পর ফের তা মিথ্যা বলে জানানো হয়।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 10:40 AM
Updated : 6 April 2020, 10:40 AM

বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে সোমবার দুপুরে প্রথম ঘোষণা দেন ওই মসজিদের খাদেম আব্দুল করিম।  

খাদেম আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামী ফাউন্ডেশন, বগুড়ার সুপারভাইজার তাকে ফোনে বলেন- ‘করোনাভাইরাসে মোহাম্মদ আলী হাসপাতালে একজন মারা গেছে’। তাই লোকজনকে ঘর থেকে না বের হতে মাইকে প্রচার করেন।

“সেই নির্দেশ আমি মাইকে প্রচার করি। তবে ১২টায় আবার বলে খবরটা সঠিক নয়। তখন আবার প্রচার করে বলি, ঘটনাটি সঠিক নয়।”

তবে করোনাভাইরাসের কারণে ঘর থেকে জরুরি কাজ ছাড়া বের না হওয়ার আহ্বান জানান, বলেন তিনি।

এদিকে, এই ঘোষণার পর শহরে আতংক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বগুড়ার ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুর রহমানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও মসজিদটির সভাপতি ফয়েজ আহাম্মদ বলেন, “এ ধরনের ঘোষণা দিতে বলা হয়নি। তাকে বলা হয়েছে মানুষকে যে ঘরে থাকতে বলা হয়। কিন্তু তিনি ভুল সংবাদ দিয়েছেন, পরে যা সশোধন করা হয়।”