নীলফামারীতে ‘কয়েলের আগুনে’ পুড়ল ৩ বাস

নীলফামারীর ডোমার উপজেলায় ‘কয়েলের আগুনে’ তিনটি বাস পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2020, 06:37 AM
Updated : 6 April 2020, 06:37 AM

ডোমার বাস টার্মিনালে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানিয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অন্য প্রায় সবকিছুর মত গণপরিবহনও বন্ধ ঘোষণার পর থেকে বাসগুলো ওই টার্মিনালে ছিল।

ওসি মোস্তাফিজার প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বাসের ভেতরে শ্রমিকরা মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে নিভিয়ে ফেলেন।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে তিনটি বাস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।”

কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি বলে তিনি জানান। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।