সিলেটে করোনাভাইরাস পরীক্ষা শুরু মঙ্গলবার

সিলেটে বিশেষায়িত ল্যাবরেটরিতে আগামী মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 06:09 PM
Updated : 5 April 2020, 06:09 PM

ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান একথা জানান।

তিনি জানান, সিলেটে স্থাপিত ল্যাবে একসঙ্গে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে। পাশাপাশি বিভাগের চার জেলার প্রত্যেকটি উপজেলা পর্যায়েও নমুনা সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

“তবে নমুনা পরীক্ষার ফলাফল ঢাকা আইইডিসিআর প্রকাশ করবে।”

ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপন করা হয়েছে করোনাভাইরাস নমুনা পরীক্ষাকরণের বিশেষায়িত এই ল্যাব।

“নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত ল্যাবের সব ধরনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে মেডিকেল ল্যাবরেটরিজ ট্যাকনোলজিস্টদের প্রশিক্ষণ। একদিন প্রশিক্ষণ শেষেই মঙ্গলবার থেকেই পুরোদমে করোনাভাইরাস নমুনা পরীক্ষার কাজ শুরু হবে।”

হিমাংশু জানান, এতদিন করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ কোনো ব্যক্তির নমুনা ঢাকায় পাঠানোর পর কয়েকদিন অপেক্ষায় থাকতে হতো ফলাফলের জন্য।

“সিলেটে ল্যাব স্থাপনের ফলে এখন দ্রুত সেই ফলাফল জানার পাশাপাশি করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।”