‘গুজব ছড়ানোয়’ ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে অর্থদণ্ড

ফেইসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক সাংবাদিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 03:42 PM
Updated : 5 April 2020, 03:42 PM

রোববার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ অর্থদণ্ড দেন বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান লাবু (৪৭) শহরের হাজীপাড়ার খোরশেদ আলীর ছেলে। তিনি একটি অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ওসি তানভিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার হায়দারের বাসায় এক ভাড়াটিয়ার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এমন গুজব ফেইসবুকে ছড়ায় সাংবাদিক আব্দুর রহমান লাবু।

তবে খোঁজ-খবর নিয়ে এ তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। ফেইসবুকে ছড়ানো এমন গুজবের কারণে মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়ে ঠাকুরগাঁওয়ের মানুষজন বলে জানান তিনি।

ওসি বলেন, “অভিযান চালিয়ে হাজীপাড়ার বাড়ি থেকে আব্দুর রহমান লাবুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় ওই সাংবাদিককে এক হাজার টাকা জরিমানা করেন।”