বরগুনার হাসপাতালে ড্রামে মিলল নবজাতক

বরগুনা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে একটি নবজাতক উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 11:47 AM
Updated : 5 April 2020, 11:47 AM

রোববার বেলা ১২টার দিকে হাসপাতালের পরিত্যক্ত টয়লেটে রাখা একটি ব্লিচিং পাউডারের ড্রাম থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স লাইজু আক্তার জানান, তিনি ওই বাথরুমের সামনে দিয়ে যাবার সময় শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান। কাছে গিয়ে বাথরুমের ভেতর ব্লিচিং পাউডার রাখা একটি ড্রামের ভেতর ওই নবজাতকটি দেখতে পান।

এরপর শিশুটিকে উদ্ধার করে আনেন তিনি।

“ব্লিচিং পাউডারের কারণে শিশুটির শরীরের এক পাশ পুড়ে গেছে।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন জানান, গত কয়েকদিনে দুজন প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন; যারা ডেলিভারির পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

“কারা এ বাচ্চা ফেলে গেছে এখনো বলা যাচ্ছে না। কোনো এক ফাঁকে হাসপাতালে নবজাতকে ফেলে চলে গেছে।”

পুলিশকে ঘটনা জানানো হয়েছে। এছাড়া হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে শিশুটি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।