এক সপ্তাহে জানা গেল মহাস্থানে ফেলে যাওয়া সেই ব্যক্তি আক্রান্ত

এক সপ্তাহ পর জানা গেল বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ডে ট্রাক থেকে ফেলে যাওয়া সেই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 10:26 AM
Updated : 5 April 2020, 11:08 AM

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান রোববার এ খবর নিশ্চিত করেন।

গত বুধবার এই ব্যক্তির নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও শনিবার ফের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয় বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেলিন।

সে কারণে তিনি শনিবার এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বলে জানান।  

গত ২৮ মার্চ (শনিবার) রাতে ট্রাকে করে এই ব্যক্তি রংপুরে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ট্রাকে থাকা অন্যরা তাকে মহাস্থানের বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়। রোববার ভোরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেই থেকে তিনি এখন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে আছেন।  

ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান শনিবার সন্ধ্যায় বলেছিলেন, “ওই ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা বলা যাবে না। ওই ব্যক্তির বিষয়ে সন্দেহের কারণে নমুনা আইইডিসিআরে টিম ঢাকায় নিয়ে গেছে।”

আক্রান্ত এই ব্যক্তির (৫০) বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনি গ্রামে।

রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা জামান ববি জানান, এই ব্যক্তি ঢাকার কারওয়ানবাজারে নৈশ প্রহরীর কাজ করেন।