কুমিল্লায় কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

কুমিল্লার দাউদকান্দিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2020, 09:04 AM
Updated : 5 April 2020, 09:22 AM

উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে বাড়িতে রোববার ভোরে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, দুপুরে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, “পরীক্ষার পরই জানা যাবে ওই ব্যক্তি করোনাভাইরসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না। তার আশেপাশের লোকজনের মধ্যে সচেতনা বাড়ানো হয়েছে।”

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, “ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাই শনিবার রাতে তার বাড়ির সাতটি পরিবারকে  হোম কোয়ারেন্টিনেপাঠানো হয়।”

সিভিল সার্জন জনান, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়নি। এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল ৩ হাজার ২৯৩ জনকে। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ১৬৯জন।

এদিকে কোভিভ-১৯ এর সংক্রমণ রয়েছে কিনা জানতে কুমিল্লার প্রত্যেক উপজেলা থেকে ৩০ জনের নমুনার সংগ্রহ করা হয়েছিল, তাদের মধ্যে নয়জনের ফলাফল নেগেটিভ এসেছে বলে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন জানান।