মৌলভীবাজারে জ্বরে মৃত্যু, নমুনা ঢাকায়, বাড়ি লকডাউন

মৌলভীবাজারে জ্বরে আক্রান্ত এক যুবকের মৃত্যুর পর বাড়ি লকডাউন করে পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 03:09 PM
Updated : 4 April 2020, 03:14 PM

শনিবার সকালে রাজনগর উপজেলায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানান মৌলভীবাজার সিভিল সার্জন তাওহীদ আহমদ চৌধুরী।
তিনি জানান, রাজনগরের টেংরা বাজারের একামধু ভাঙ্গার হাট গ্রামের জ্বর নিয়ে এক যুবকের (৩৯) মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান, ওই মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন তাওহিদ আহমদ চৌধুরী আরও জানান, জেলার সাতটি উপজেলায় মোট ১৩৩টি আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। শনিবার পর্যন্ত জেলায় হোম কোয়রেন্টিনে নেওয়া হয়েছে ৬৬০ জনকে। এর মধ্যে ৫৮৫ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে।