মাশরাফি মাঠে নামাচ্ছেন ভ্রাম্যমাণ মেডিকেল টিম

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ঘরবন্দি মানুষদের চিকিৎসাসেবা দিতে এবার মাঠে নামলেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 01:12 PM
Updated : 4 April 2020, 01:57 PM

ক্রিকেটার মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান।

রোববার থেকে নড়াইল ও লোহাগড়ায় রোগীর ফোন পেলে পৌঁছে যাবেন চিকিৎসকরা, জানানো হয়েছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে।

রোগীদের যোগাযোগ করার জন্য দুটো মোবাইল ফোন নম্বর জানানো হয়েছে- ০১৩১৪-৯৬৬৬৯৯ এবং ০১৭৮৪-২৮৯৪৯৪

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ মেডিকেল টিমে থাকছেন প্রাথমিক অবস্থায় ডা. দ্বীপ বিশ্বাস এবং  ডা. স্বপ্না রানী সরকার।

এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক জানান, ভ্রাম্যমাণ মেডিকেল টিম নড়াইল ও লোহাগড়ার তৃণমূল এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা পৌছে দেবে।

“প্রথমে একটি মেডিকেল টিম মাঠ পর্যায়ে কাজ করবে। পরে দু’টি টিম বের হবে।”

যতদিন করোনাভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এ মেডিকেল টিম এভাবে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবে  বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় ক্রিকেট তারকা মাশরাফি এ স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে বলেন, “খাদ্যদ্রব্য সরবারহের পাশাপাশি সাধারণ চিকিৎসাটাও জরুরি।

“যারা বিভিন্ন রোগে ভুগছেন তাদের জন্য এ ক্ষুদ্র প্রয়াস “

সামাজিক দূরত্ব বজায় রেখে এ চিকিৎসা সেবা নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই নড়াইল-২ এর এমপি মাশরাফি।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়াসহ বিভিন্ন সেবামূলক কাজ করে  থাকে।