লক্ষ্মীপুরে ডাক্তার যাবে বাড়ি বাড়ি

`ডাক্তার যাবে বাড়ি’ এ স্লোগানে লক্ষ্মীপুরে দুটি মোবাইল মেডিকেল টিম ২৪ ঘণ্টা মাঠে থাকছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 12:26 PM
Updated : 4 April 2020, 12:26 PM

দুটি হট লাইনের মাধ্যমে রোগীরা এ সেবা নিতে পারবে ০১৮৮৯-৭৫৩০৩০ ও ০১৬৩১-৬২০৮০৫।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জনের অফিসের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা সির্ভিল র্সাজন ডা. আব্দুল গাফফার।

তার তত্ত্বাবধানে সাত্তার টাস্ট্রের অর্থায়নে পরিচালিত হচ্ছে এ সার্ভিস।

এম এ সাত্তার টাস্ট্রের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে দুটি অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স ও ওষুধ দিয়ে শুরু করা হয়েছে।

“রোগীদের চাহিদা থাকলে মেডিকেল টিম বাড়ানো হবে।”

দেশব্যাপী গণপরিবহন  বন্ধ ও ব্যাক্তিগত পরিবহন সীমিত করা হয়েছে। অনেক হাসপাতালে ডাক্তার না থাকার এবং যানবাহনের সংকটের জন্য অনেকে চিকিৎসা সেবা পাচ্ছেন না।

তাদের কথা ভেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।