সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরগুনায় ইউপি চেয়ারম্যান আটক

বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে ‍পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 09:16 AM
Updated : 4 April 2020, 09:16 AM

আটক আলাউদ্দিন পল্টু উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের সদস্য। 

জেলা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ হাওলাদার জানান, কাকাচিড়া বাজারে আলাউদ্দিনের কার্যালয় থেকে শনিবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, কাকচিড়া ইউনিয়নে শুক্রবার জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ঘটনাটি তদন্ত করেন।

“তদন্তে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর চাল আত্মসাতের প্রমাণ মেলে।”

তিনি বলেন, “পল্টু তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছে। বাকি সাড়ে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোন সঠিক তথ্য দিতে পারেন নি।”