করোনাভাইরাস: জরিমানা দাবি করে ধরা পড়লেন ভুয়া সেনা

গাইবান্ধায় করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত নিয়ম না মানার অভিযোগে জরিমানা চাইতে গিয়ে ধরা পড়েছেন এক ভুয়া সেনা সদস্য।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2020, 01:25 PM
Updated : 3 April 2020, 01:25 PM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাটে এ ঘটনা ঘটে।

আটক সাইফুল ইসলাম ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগদিশপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, সাইফুল ইসলাম শুক্রবার বেলা ১১টার দিকে ওই হাটের বিভিন্ন দোকানদারদের কাছে নিজেকে সেনা সদস্য হিসাবে পরিচয় দেন।

দোকানীরা কেন করোনাভাইরাসের এ পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখেছে, কেন মাস্ক পরে এসব প্রশ্ন করে তাদের চড়-থাপ্পর মারেন। এতে ওই বাজারে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় বলে জানান তিনি।

“পরে দোকান খোলা রাখার জন্য দোকানদারদের কাছে বিভিন্ন অঙ্কের জরিমানা হিসাবে নগদ টাকা দাবি করেন তিনি।”

এতে স্থানীয় ব্যবসায়ীদের মনে সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেয় বলে জানান তিনি।

এ ঘটনায় আটক ভূয়া সেনা সদস্যের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।