দক্ষিণ আফ্রিকায় ‘বন্ধুর’ হাতে খুন চাঁদপুরের সোহেল

দক্ষিণ অফ্রিকায় ‘পাওনা টাকা দাবি করায়’ চাঁদপুরের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু আরেক বাংলাদেশির বিরুদ্ধে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2020, 11:06 AM
Updated : 3 April 2020, 11:42 AM

নিহত ইব্রাহিম খলিল সোহেল (২৫) চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর গ্রামের গোলাপ সর্দারের ছেলে।

বৃহস্পতিবার রাতে জোহানসবার্গে এ ঘটনা ঘটে বলে গোলাপ সর্দার জানান।

গোলাপ সর্দার বলেন, তাদের পাশের সন্তোষপুর গ্রামের রুবেল তার ছেলেকে হত্যা করেছেন। রুবেল স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।

ঘটনার বিবরণে গোলাপ সর্দার বলেন, আট বছর আগে দক্ষিণ অফ্রিকা গেছেন তার ছেলে সোহেল। সোহেলের ওই দেশে বৈধভাবে থাকার কাগজপত্র ছিল না। এক পর্যায়ে দোকান ক্রয়ের জন্য বিদেশে নিজের অর্জিত টাকা তিনি রুবেলের কাছে জমা রাখেন।

“বৃহস্পতিবার রাতে দোকান ক্রয়ের জন্য রুবেলের কাছে পাওনা টাকা চাইলে কথাকাটাকাটির এক পর্যায়ে রুবেল ছুরি দিয়ে সোহেলকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।”

গোলাপ বলেন, সোহেলের চিৎকার শুনে স্থানীয় বাংলাদেশিরা পুলিশের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

গোলাপ সর্দার বাংলাদেশের সরকারের কাছে রুবেলকে আইনের আওতায় এনে সোহেল হত্যার বিচারের দাবি জানান।