ময়মনসিংহে ৪ জনের নমুনায় করোনাভাইরাস নেই

ময়মনসিংহ থেকে প্রথমবারের মতো পাঠানো চারজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 10:24 AM
Updated : 2 April 2020, 11:06 AM

এছাড়া বৃহস্পতিবার আরও চারজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইডিইসিআরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ।

তিনি বলেন, বুধবার স্থানীয় এস কে হাসপাতালে স্থাপন করা আইসোলেশন ইউনিট থেকে তিনজন ও টাঙ্গাইলের মধুপুর থেকে একজনের নমুনা সংগ্রহ করে আইডিইসিআরে পাঠানো হয়েছিল।

“আজ (বৃহস্পতিবার) সকালে তার ফলাফল এসেছে। এতে চারজনেরেই নেগেটিভ এসেছে।”

তিনি আরও বলেন, “করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে এস কে হাসপাতাল থেকে আরও চারজনের নমুনা আইডিইসিআরে পাঠানো হয়েছে। কাল (শুক্রবার) সকালে ফলাফল দেওয়া হবে।”

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত ৪ প্রবাসীসহ এক হাজার ৩৮৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে আজ ৪৬ জনসহ ছাড়পত্র নিয়েছে এক হাজার ১৯৬ জন।