নওগাঁয় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নওগাঁর দুই উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন; যারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বলে পুলিশের ভাষ্য।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 08:08 AM
Updated : 2 April 2020, 08:26 AM

নিহতরা হলেন জেলার পত্নীতলা উপজেলার বালুখা গ্রামের রফাতুল্লাহর ছেলে জাহিদুল ইসলাম (৩৯) ও আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আরুর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম ওরফে শিকদার (৪০)।

জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, “আত্রাই উপজেলার সেচ্ছাসেবক লীগ নেতা রাজ্জাক মামলায় বুধবার বিকেলে আত্রাই সদর থেকে আটক করা হয় মিনহাজুলকে। জিঙ্গাসাবাদের পর তাকে সঙ্গে নিয়ে রাতে তিলাবুদুরি গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। তখন মিনহাজের সঙ্গীরা গুলি চালায়।

“পুলিশপাল্টা গুলি চালালে উভয়পক্ষের গুলিতে মিনহাজুল ঘটনাস্থলে মারা যান।”

তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।

পুলিশ সুপার বলেন, “এছাড়া বুধবার দুপুরে মাদক মামলায় আটক করা হয় পত্নীতলা উপজেলার দিবর গ্রামের জাহিদুল ইসলামকে। রাতে তাকে সঙ্গে নিয়ে বাকরইল ফরেস্টে মাদক উদ্ধারে যায় পুলিশ। সে সময় তার সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়।

“পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলিতে আহত হয়ে মারা যান জাহিদুল ইসলাম।”

এসব ঘটনায় দুটি পিস্তল, চারটি হাতবোমা ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।