দিনাজপুরে জ্বর-সার্দিতে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে ‘আক্রান্ত ছিলেন না’

দিনাজপুরের বিরামপুরে জ্বর-সর্দি নিয়ে মারা যাওয়া ব্যক্তি নভেল করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন না বলে সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2020, 06:51 AM
Updated : 2 April 2020, 07:13 AM

বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি এ কথা জাানান।


সিভিল সার্জন বলেন, “ওই ব্যাক্তির নমুনার পরীক্ষা করে আইইডিসিআর নিশ্চিত হয়েছে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।”

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টার দিকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তফসি গ্রামে বাড়িতে মারা যান। তিনি জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে সিভিল সার্জন জানিয়েছিলেন।

পরে প্রশাসনের ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন করা হয় এবং সতর্কতা হিসাবে তার বাড়িসহ ওই গ্রামের ৫০টি বাড়ি স্থানীয় প্রশাসন হোম কোয়ারেন্টিন ঘোষণা করে। 

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত ব্যক্তি করোনাভইরাস সংক্রমিত ছিলনা, এমন রিপোর্ট পাওয়ার পর ৫০টি বাড়ির হোম কোয়ারেন্টিন প্রত্যাহার করে নেয়া হয়েছে।