টিসিবির পণ্য মজুদ করায় ঝালকাঠির ৩ ডিলারের জরিমানা

ঝালকাঠিতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য সাধারণ মানুষের কাছে  বিক্রি না করে  মজুদ করার অভিযোগে তিনজন ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 04:26 PM
Updated : 1 April 2020, 04:26 PM

এছাড়া এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করার জন্য ঝালকাঠি জেলা প্রশাসক টিসিবির আঞ্চলিক কার্যালয়ে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।

বুধবার এ  অভিযান চালিয়ে এ জরিমানা করেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবীর হোসাইন ও আহমেদ হাসান।

ঝালকাঠির এনডিসি আহমেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “একাধিকবার নিষেধ করার পরও নির্ধারিত সময়ের মধ্যে টিসিবির পণ্য বিক্রি না করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় এ জরিামানা করা হয়েছে।

মনোজ ট্রেডার্সকে ২০ হাজার, সুমন স্টোরকে তিন হাজার এবং রুবেল ট্রেডার্সকে করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রুবেল ট্রেডার্স অতিরিক্ত পণ্য মজুদ করায় তার ডিলারশিপ বাতিল চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।