বগুড়ায় হাসপাতালের আইসোলেশনে শিশুর মৃত্যু

বগুড়ার সরকারি মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 02:22 PM
Updated : 1 April 2020, 03:55 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ বছরের এক শিশুকে বুধবার বিকেল সাড়ে ৩টায় করোনাভাইরাস আক্রান্তদের জন্য খোলা মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায়।”

মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, বুধবার দুপুরে ১৩ বছরের এক শিশুকে ভর্তি করা হয়। শ্বাস কষ্ট জ্বর নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালথেকে এখানে পাঠানো হয়েছিল। 

“তার নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হবে।”

পুলিশের সহযোগিতায় লাশটি তার গ্রামের বাড়ী গাবতলীর মহিষাবানে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাতে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, ওই শিশুর পরিবারসহ পাশের আরও দুইটি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা বজিয়ে রেখে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।