নরসিংদীতে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ১০ দোকান ভস্মীভূত

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দশটি দোকান পুড়ে গেছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 12:55 PM
Updated : 1 April 2020, 12:57 PM

বুধরার দুপুরে শহরের আরশীনগরে এই আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সাভিস জানিয়েছে। 

ক্ষতিগ্রস্ত দোকান মালিকগণ জানান, শহরের আরশীনগর সিএনজি স্ট্যান্ডের পাশের একটি গ্যাস সিলিন্ডারের বন্ধ দোকানে হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন লেগে পাশের আরও নয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কনফেকশনারী, হোটেলে এবং ফলের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান।

বরিশালে অগ্নিকাণ্ডে পুড়লো কৃষকের ঘরবাড়ি-গরু

বরিশাল প্রতিনিধি জানান, বানারীপাড়া উপজেলায় আগুনে এক কৃষকের বসতবাড়ি ও গরু পড়ে গেছে।

মঙ্গলবার রাতে উদয়কাঠী ইউনিয়নের লবনসাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুর রহমান মল্লিক জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার শ্বশুর আব্দুল হক। তাকে দেখতে পরিবারের সদস্যদের নিয়ে একই উপজেলার সৈয়দকাঠী শ্বশুরবাড়ি যান তিনি।

“মধ্যরাতে স্থানীয়রা ফোন করে আমাকে জানান, আমার বসতঘর ও গোয়ালে আগুন লেগেছে। বাড়িতে এসে পৌঁছানোর আগেই বসতঘর, গোয়ালঘর এবং গোয়ালে থাকা দুটি গাভী পুড়ে যায়।”

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন, “বিষয়টি রহস্যজনক। কীভাবে আগুন লাগল তা বের করতে কাজ করছে পুলিশ।”