ফেনীতে মৃত্যুর পর যুবকের নমুনা সংগ্রহ

ফেনীতে উপসর্গ নিয়ে যুবকের মৃত্যুর পর আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা সংগ্রহ করতে বলেছে আইইডিসিআর।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 12:05 PM
Updated : 1 April 2020, 12:05 PM

বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার তার গ্রামের বাড়িতে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর হায়দার।

জেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের এ নিহত যুবক ফেনী সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন।

মৃতের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ৪/৫ দিন আগে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। সোমবার তার স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে থাকার পরামর্শ দেন।

“মঙ্গলবার রাত থেকে যুবকের শ্বাসকষ্ট বেড়ে যায়। বুধবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।” 

ফেনী মডেল থানার নিয়ন্ত্রণাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওমর হায়দার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে নমুনা সংগ্রহের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন বলেন, ওই যুবকের ছোটবেলা থেকেই শ্বাসকষ্ট ছিল। গত কয়েকদিন ধরে জ্বরের সাথে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে শুনেছি।

তবে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, মৃত যুবকের বিষয়ে আইইডিসিআরকে জানানো হয়েছে।

“তাদের নির্দেশে মৃত যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) এ পাঠানো হচ্ছে।”