সাতক্ষীরায় সরকারি চাল ‘কালোবাজারে’, ডিলার আটক

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ১২শ কেজিরও বেশি চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 10:06 AM
Updated : 1 April 2020, 10:06 AM

বুধবার বড়দল বাজার থেকে ওই চাল উদ্ধারের পর ডিলার মুজিবর সানাকে আটক করা হয় বলে আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান।

এ ঘটনায় আটক মুজিবর সানাসহ দুই জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আটক মুজিবর সানা বড়দল গ্রামের শাহজুউদ্দীন সানার ছেলে।

আশাশুনি থানার ওসি আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (কেজি প্রতি ১০ টাকা মূল্যের চাল) ৪২ বস্তায় ভরা এক হাজার ২৭০ কেজি চাল কালোবাজারে বিক্রির খবর পায় পুলিশ।

“এরপর স্থানীয় শাহাজান আলী গাজীর দোকান থেকে উক্ত চাল জব্দ করা হয়। শাহজান গাজী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।”

কালোবাজারে উক্ত চাউল বিক্রির অভিযোগে পরে মুজিবর সানাকে আটক করা হয় বলে ওসি জানান।

ওসি আরও জানান, আটক ডিলার মুজিবর সানা ও পলাতক শাহজান গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযানের সময় বড়দল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল ও ইউনিয়ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।