শ্বাসকষ্ট-বমি নিয়ে নড়াইল হাসপাতালে তরুণের মৃত্যু

জ্বর-শ্বাসকষ্ট আর বমি নিয়ে নড়াইল সদর হাসপাতালে আসার পর এক তরুণ মারা গেছেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2020, 03:59 AM
Updated : 1 April 2020, 04:06 AM

২৫ বছর বয়সী এই তরুণ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে ওই রোগীকে তাদের হাসপাতালে আনা হয়। তার শ্বাসকষ্ট ও বমি হচ্ছিল। জ্বর ছিল না। জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠানোর পরপরই তিনি মারা যান।

করোনাভাইরাসে আক্রান্ত রোগী এভাবে মারা যায় না বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত রোগী এভাবে মারা যায় না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।”

এই তরুণের বাড়ি নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইলে। তিনি সুপারি কেনাবেচা করতেন।

তার স্বজনরা সাংবাদিকদের বলেন, সপ্তাহ খানেক আগে তার জ্বর হয়। ডাক্তার ওষুধ দিলেও জ্বর কমেনি। পরে বর্মি, পায়খানা ও শ্বাসকষ্ট দেখা দেয়। রোতে শ্বাসকষ্ট বেশি হলে তাকে হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান।