চুয়াডাঙ্গার করোনাভাইরাস আক্রান্ত যুবক এখন মুক্ত

করোনাভাইরাসে আক্রান্ত চুয়াডাঙ্গার ইতালি ফেরত যুবক ভাইরাসমুক্ত হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 01:15 PM
Updated : 31 March 2020, 01:15 PM

মঙ্গলবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, পর পর দুইবার পরীক্ষায় আলমডাঙ্গার ওই যুবকের শরীরে করোনাভাইরাসের আর কোনো উপস্থিতি না থাকায় তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে বাড়ি চলে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়। তার সাথে ওই হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা তার বাবাকেও কোয়ারেন্টিন থেকে ছাড় দেওয়া হয়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, ১২ মার্চ ওই যুবক ইতালি থেকে বাংলাদেশে আসেন। ১৬ মার্চ অসুস্থ্ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনাভাইরাসের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয় তাকে।

“১৯ মার্চ পরীক্ষা করে তাকে করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত করে আইইডিসিআর।

“২৬ বছর বয়সী ওই যুবকের বাবার নমুনাও পরীক্ষা করা হয় কিন্তু তিনি আক্রান্ত নন বলে জানায় স্বাস্থ্য বিভাগ।”

২৫ ও ২৯ মার্চ দুই দফা পরীক্ষা করে আইইডিসিআর থেকে জানানো হয়েছে-দুই পরীক্ষাতেই ওই যুবকের করোনাভাইরাস মুক্ত রিপোর্ট এসেছে। এ অবস্থায় ওই যুবককে ভাইরাস মুক্ত বলে ঘোষণা করে আইইডিসিআর কর্তৃপক্ষ বলে জানান তিনি।